Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

প্রশিক্ষণের বিস্তারিত

প্রশিক্ষণ কোর্সের  বিবরণ:

 

কেন্দ্রের প্রশিক্ষণ মডিউল অনুযায়ী নিম্নবর্ণিত ট্রেডে প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।

 

ক্রমিক নং

ট্রেড/অকুপেশনের নাম

যোগ্যতা/কাঠামো স্তর

মেয়াদ

ক. ফিটার

খ. ওয়েল্ডার

গ. অটোমোবাইল

লেভেল ১-৩

লেভেল ১- ৩৬০ ঘন্টা

লেভেল ২- ২৭০ ঘন্টা

লেভেল ৩- ২৭০ ঘন্টা

ড্রেস মেকিং ও টেইলারিং

লেভেল ১-৩

লেভেল ১- ৩৬০ ঘন্টা

লেভেল ২- ২৭০ ঘন্টা

লেভেল ৩- ২৭০ ঘন্টা

ক. এ্যাম্ব্রয়ডারী 

খ. জুট ব্রাগ অ্যান্ড বক্স মেকিং,

গ. ব্লক বাটিক অ্যান্ড স্ক্রীন  প্রিন্টিং,

ঘ. বিউটিকেয়ার

ঙ. হেয়ার কাটিং

লেভেল ১

লেভেল ১- ৩৬০ ঘন্টা

 

 উড ওয়ার্কস 

লেভেল ১-২

লেভেল ১- ৩৬০ ঘন্টা

লেভেল ২- ২৭০ ঘন্টা

ক. আইটি সাপোর্ট 

খ. গ্রাফিক্স ডিজাইন

 লেভেল ১-৩

লেভেল ১- ৩৬০ ঘন্টা

লেভেল ২- ২৭০ ঘন্টা

লেভেল ৩- ২৭০ ঘন্টা

ক. রেডিও অ্যান্ড টিভি সার্ভিসিং

খ. ইলেকট্রিক্যাল ইন্সটলেশন অ্যান্ড মেইনটেন্যান্স

গ. ইলেকট্রিক্যাল ইন্সটলেশন অ্যান্ড মেইনটেন্যান্স ( সিভিল কন্সট্রাকশন)

ঘ. লিফট মেইনটেন্যান্স

লেভেল ১-৩

লেভেল ১- ৩৬০ ঘন্টা

লেভেল ২- ২৭০ ঘন্টা

লেভেল ৩- ২৭০ ঘন্টা

পশু ও হাঁসমুরগী পালন

লেভেল ১-২

লেভেল ১- ৩৬০ ঘন্টা

লেভেল ২- ২৭০ ঘন্টা

ক. কম্পিউটার এ্যাপ্লিকেশন(ব্রেইলী) 

খ. মোবাইল ফোন সার্ভিসিং

গ. চিত্রাঙ্কণ

ঘ. গার্ডেনিং

লেভেল ১-২

লেভেল ১- ৩৬০ ঘন্টা

লেভেল ২- ২৭০ ঘন্টা

 

 

ভর্তির যোগ্যতা:

 

১. বিভিন্ন জেলার সরকারি শিশু পরিবার/প্রতিষ্ঠানের লেখাপড়ায় অনগ্রসর নিবাসিদের মধ্য থেকে প্রতি বছর  প্রশিক্ষণার্থী বাছাইপূর্বক কেন্দ্রে আবাসিক নিবাসি হিসেবে মনোনয়ন দেয়া হবে।  

২. প্রশিক্ষণার্থী নিবাসীর বয়সসীমা সর্বনিম্ন ১৫ বৎসর এবং সর্ব্বোচ্চ ২৫ বৎসর হতে হবে।

৩. সমাজকল্যাণ মন্ত্রণালয় কর্তৃক পরিচালিত সরকারি শিশু পরিবার ও প্রতিবন্ধী সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নিবাসিরা অগ্রাধিকার পাবে;

৪. প্রশিক্ষণার্থী নিবাসিদের নূন্যতম শিক্ষাগত যোগ্যতা ৮ম শ্রেণী পাশ হতে হবে। প্রয়োজনবোধে শিক্ষাগত যোগ্যতা শিথিল করা যেতে পারে;

৫. ভর্তি ইচ্ছুক প্রার্থীদের নির্ধারিত ভর্তি ফরমের মাধ্যমে সংশ্লিষ্ট কেন্দ্র প্রধান বরাবর আবেদন  করতে হবে। 

৬. সংশ্লিষ্ট কেন্দ্র প্রধান ভর্তি কমিটির মাধ্যমে প্রশিক্ষণার্থী ভর্তির আনুষ্ঠানিকতা  চূড়ান্ত করবেন ;

৭. ভর্তিকৃত প্রশিক্ষণার্থীদেরকে কেন্দ্রের আইন শৃঙ্খলা ও নিয়ম-কানুন যথাযথভাবে মেনে চলতে হবে;

৮.  যদি কেউ নিয়ম-শৃঙ্খলা পরিপন্থী কোন কাজ করে, সেক্ষেত্রে তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থাসহ অন্যান্য শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা যাবে;

৯. প্রত্যেক প্রশিক্ষণার্থীর জন্য একটি ব্যক্তিগত নথি এবং কেইস হিস্টরি সংরক্ষণ করতে হবে ও

১০. প্রতিবন্ধী প্রশিক্ষণার্থীর অবশ্যই প্রতিবন্ধী নিবন্ধন থাকতে হবে। এতিমদের ক্ষেত্রে স্থানীয় জনপ্রতিনিধি ( নূন্যতম ইউপি চেয়ারম্যান) এতিম/দুঃস্থ হিসেবে প্রত্যয়ন করবেন। 

 

 

আবাসিক  প্রশিক্ষণার্থীদের  সুযোগ সুবিধা:

 

১. প্রশিক্ষণের মেয়াদকাল পর্যন্ত বিনামূল্যে হোস্টেলে থাকা-খাওয়ার ব্যবস্থা।

২. বিনামূল্যে প্রশিক্ষণার্থীদের চিকিৎসার ব্যবস্থা।

৩. খেলাধুলা ও চিত্তবিনোদনের ব্যবস্থা।

৪. মুসলমান নিবাসীরা নিয়মিত মসজিদে নামাজ আদায় করবে এবং অন্যান্য ধর্মাবলম্বী নিবাসীরাও স্ব-স্ব ধর্মীয় আচার-আচরণ পালন করবে।

৫. পাঠাগারে বইপত্র পড়ার সুযোগ সুবিধা। 

৬. প্রশিক্ষণার্থীদের প্রতিষ্ঠানে অবস্থানের মেয়াদ কোর্স প্রতি  ৬ মাস ( প্রয়োজনে কেন্দ্র ব্যবস্থাপনা কমিটি অনুমোদনক্রমে একই কোর্সে ৬ মাস সময় বৃদ্ধি করা যাবে।

৭. সরকার কর্তৃক বিভিন্ন সময়ে ঘোষিত অন্যান্য সুযোগ সুবিধা।

 

সংশ্লিষ্ট আইন/বিধি/ নীতিমালা:



১.  এতিম ও প্রতিবন্ধী ছেলেমেয়েদের জন্য কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের বাস্তবায়ন নীতিমালা-২০১৩

২. শিশু আইন ২০১৩
 

 

বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ:



০১      জেনারেল ম্যানেজার (উপপরিচালক)    মোবাইল নম্বর: ০১৭০৮৪১৫২৩৩            

০২      সহকারী  জেনারেল ম্যানেজার (সহকারী পরিচালক)  মোবাইল নম্বর   ০১৮১৩৫৮১০৭৩

 

আবেদন করার সময় প্রয়োজনীয় কাগজপত্র জমা করতে হবে:

১. সদ্য তোলা ০৩ কপি পাসপোর্স সাইজ রঙিন ছবি।

২. শিক্ষাগত যোগ্যতা সনদ/মার্কশীটের ফটোকপি।

৩। প্রতিবন্ধী/এতিম/দু:স্থ সনাক্তকরণ আইডি ও প্রত্যয়নপত্র।

৪। যথাযথ ভাবে পূরণকৃত নির্ধারিত আবেদন ফরম।

 

বি:দ্র: চাইলে অনলাইনেও  আবেদন করতে  পারবেন। তবে অনলাইনে আবেদন করলেও নির্ধারিত অফলাইন আবেদনপত্র জমা দিতে হবে।

অনলাইনে আবেদন করতে  এখানে ক্লিক করুন