Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে
                                        
 
এতিম ও প্রতিবন্ধী ছেলেমেয়েদের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, দাউদকান্দি, কুমিল্লা
 
০১. প্রতিষ্ঠানের নাম   ঃ   এতিম ও প্রতিবন্ধী ছেলেমেয়েদের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র,  দাউদকান্দি, কুমিল্লা
০২. প্রশাসনিক অধিদফতর    ঃ সমাজসেবা অধিদফতর
০৩. প্রশাসনিক মন্ত্রণালয়      ঃ সমাজকল্যাণ মন্ত্রণালয়
০৪. কার্যক্রম শুরুর তারিখ   ঃ ২০-০৪-২০১৩খ্রিঃ
০৫. জমির পরিমাণ   ঃ ২.২২ একর
০৬. অনুমোদিত আসন সংখ্যা  ঃ (১০০ জন), ছেলে- ৬০ জন, মেয়ে- ৪০ জন
০৭. বর্তমানে প্রশিক্ষণার্থীর সংখ্যা  ঃ (১০ ব্যাচ) ৫২ জন (ছেলে- ৩৭ জন, মেয়ে- ১৫ জন)
 
 রাজস্ব/অস্থায়ী রাজস্ব কর্মকর্তা ও কর্মচারীর তথ্যাবলী:-
 
ক্র:নং    অনুমোদিত পদের নাম পদ সংখ্যা  কর্মরত পদসংখ্যা শূণ্যপদ সংখ্যা
০১ জেনারেল ম্যানেজার (উপপরিচালক)
০২   সহকারী জেনারেল ম্যানেজার (সহকারী পরিচালক)
০৩  কম্পিউটার অপারেটর  (ব্রেইলী)  
০৪ উপসহকারী প্রকৌশলী
০৫  কম্পিউটার অপারেটর
০৬ প্রশিক্ষক (উড ওয়ার্কস এন্ড উড কার্ভিং)
০৭ প্রশিক্ষক (এ্যানিমেল হাসবেন্ড্রি ও পোল্ট্রি)
০৮ প্রশিক্ষক (মবিলিটি ও শারীরিক)
০৯ প্রশিক্ষক (বিউটিফিকেশন) 
১০ স্টোর কিপার  
১১ ক্রাফট প্রশিক্ষক, মেশিনারী ওয়ার্কস, অটোমোবাইল,   ইলেকট্রিক ও ইলেকট্রনিক্স 
১২ একাউন্টেন্ট কাম অফিস সুপার
১৩ হোস্টেল তত্ত্বাবধায়ক 
১৪ কেয়ারটেকার
১৫ নার্স
  মোট ১৫

বি:দ্র: সহকারী জেনারেল ম্যানেজার (সহকারী পরিচালক) পদে ০১ জন কর্মকর্তা সংযুক্তিতে কর্মরত আছেন।

 

 আউটসোর্সিং পদ্ধতিতে নিয়োগপ্রাপ্ত কর্মচারীর তথ্য:-

ক্র:নং অনুমোদিত পদের নাম পদ সংখ্যা কর্মরত পদসংখ্যা শূণ্যপদ সংখ্যা
 অফিস সহায়ক
 ইলেকট্রিশিয়ান 
  পাম্প অপারেটর
 নিরাপত্তা প্রহরী (দারোয়ান)
 নৈশ প্রহরী 
 বাবুর্চি
পরিচ্ছন্নতা কর্মী
ডাক্তার (খন্ডকালীন) 
  মোট: ১২ ১২

গত ২৯-০৮-২০১৯খ্রি: তারিখে আউটসোর্সিং কর্মচারীদের চুক্তির মেয়াদ শেষ হওয়ায় পদগুলো শুন্য আছে।

 
চলমান ট্রেড/কোর্স সমূহ:
 কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন
 এ্যানিমেল হাসবেন্ড্রি ও পোল্ট্রি
 দর্জি বিজ্ঞান
 উড ওয়ার্কস এন্ড উড কার্ভিং
 মবিলিটি ও শারীরিক
 
সুবিধা সমূহ:-
 আধুনিক ও যুগোপযোগী কারিগরি প্রশিক্ষণ গ্রহণের সুবিধা।
 সরকারি খরচে থাকা খাওয়া ও প্রশিক্ষণ গ্রহণের ব্যবস্থা।
 জাতীয় দিবসসমূহ পালন ও নিবাসীদের উন্নত মানের খাবার পরিবেশন।
 প্রশিক্ষণার্থীদের জন্য বিভিন্ন ধরণের খেলাধূলা ও চিত্তবিনোদনের ব্যবস্থা।